১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ জাতির পিতার প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করলেন মাননীয় মেয়র
১৫, আগস্ট, ২০২৩, ৬:০৫ অপরাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন.কম:

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এঁর ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আজ সকাল সাড়ে ৭ টায় সার্কিট হাউজ সংলগ্ন “ময়মনসিংহে বঙ্গবন্ধু” ম্যুরালে বিনম্র শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটু মহোদয়।

 

এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, প্যানেল মেয়র ০৩ সামীমা আক্তার ও অন্যান্য কাউন্সিলরবৃন্দ, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা মোঃ বুলবুল আহমেদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা অসীম সাহা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জহুরুল হক ও অন্যান্য প্রকৌশলীবৃন্দ, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, সহকারী সচিব আমিনুল ইসলাম জাহাঙ্গীর, সমাজকল্যাণ কর্মকর্তা উম্মে হালিমা ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে সকাল ০৮ টায় জয়বাংলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে প্যানেল মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বিনম্র শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী মহোদয়।