শামীম খান,গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে
ময়মনসিংহের গৌরীপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বীরমুক্তিযোদ্ধা ও সন্তানবৃন্দ।
মঙ্গলবার বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপির নেতৃত্বে বীরমুক্তিযোদ্ধা ও সন্তানবৃন্দরা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে শোকসভা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।
শোকসভয় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন।
প্রধান অতিথির বক্তব্য দেন বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।
আরো বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আফরোজা আফসানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আনজুম পপি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমান্ডার নাজিম উদ্দীন, ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা: মতিউর রহমান প্রমুখ।
শোকসভা শেষে দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।