১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা ট্রেনে ডাকাতির ঘটনায় আরো চার ডাকাত গ্রেফতার। তিন আসামীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি: একটি লুন্ঠিত মোবাইল সেট উদ্বার
১৬, আগস্ট, ২০২৩, ১০:৫৬ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টার: – গত ১৪/০৮/২০২৩খ্রিঃ দিবাগত গভীর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা রেলওয়ে পুলিশের একটি চৌকস টিম কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে ট্রেন ডাকাতিতে জড়িত আরো চার ডাকাতকে গ্রেফতার করা হয়।

 

আটককৃত ডাকাতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ও তাদের স্বীকারোক্তি মোতাবেক ঘটনাস্থল সংলগ্ন রেল লাইনের পাশ থেকে একটি লুন্ঠিত Symphony Z 33 মডেলের স্মার্টফোন উদ্ধার করা হয় । গ্রেফতারকৃত আসামীদের মধ্যে রুবেল, রবিন ও মাসুদ ডাকাতির দায় স্বীকার করে আজ ১৫/৮/২০২৩ বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

উল্লেখ্য, উক্ত ০৩ জন আসামীর বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, মাদকসহ একাধিক মামলা রয়েছে। এরা টঙ্গী এলাকার চিহ্নিত, দুর্ধর্ষ ও দাগি ছিনতাইকারী। ডাকাত দলের অন্যান্য সদস্যদের গ্রেফতারে বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত আছে।