ঢাকা – লবণের দাম বৃদ্ধি নিয়ে সারা দেশে গুজব চলছে। এরই প্রক্ষিতে দেশব্যাপী অসাধু লবণ ব্যবসায়ীদের প্রতিরোধে মাঠে নেমেছে প্রশাসন। ইতোমধ্যে দেশজুড়ে এমন গুজব প্রতিরোধে অর্ধশতাধিক অসাধু লবণ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে- কোনও অসাধু ব্যবসায়ী যদি লবণের দাম বেশি রাখতে চায় সঙ্গে সঙ্গে পুলিশ, ভ্রাম্যমাণ আদালত ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরকে ফোন করে জানাতে।
এনিয়ে ৯৯৯ কর্তৃপক্ষ বলছে, যারাই এ বিষয়ে ফোন করছে আমরা সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট থানা পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে যোগাযোগ করছি।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বলছে, রাজধানীতে কোথাও লবণের দাম বেশি রাখলে সঙ্গে সঙ্গে ফোন করুন-০২-৫৫০১৩২১৮, ০১৭৭৭-৭৫৩৬৬৮। ই-মেইল: [email protected]