১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ, স্বাস্থ্য মসিক মেয়রের ব্যক্তিগত উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প।।
১৬, আগস্ট, ২০২৩, ৭:২৪ অপরাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন. কম:

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটুর ব্যক্তিগত উদ্যোগে আজ ০১ নং ওয়ার্ডের ভেটিনারি ট্রেনিং ইনস্টিটিউটে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।

 

বেলা সাড়ে ০৪ টায় মাননীয় মেয়র এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের সহযোগিতায় পরিচালিত এ মেডিকেল ক্যাম্পে প্রায় ২ শতাধিক মানুষ সেবা গ্রহণ করে। এছাড়াও এ মেডিকেল ক্যাম্পে প্রয়োজনীয় বিভিন্ন ঔষধ বিনামূল্যে সেবাপ্রার্থীদের দেওয়া হয়।

মেয়র জানান, নাগরিক স্বাস্থ্য সেবায় এ ধরনের ক্যাম্প অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ডের কাউন্সিলর আসাদুজ্জামান বাবু, ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর সেলিনা আক্তার, ভিটিআই এর পরিচালক ড. মোহাম্মদ জাকির হোসেন, মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি অনুপম সাহা, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হামিদুল হক লিটন , সাধারণ সম্পাদক এমরান বঙ্গরাজ, ১ নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক নাজমুল হাসান ঝিনুক, যুগ্ন- আহবায়ক ইঞ্জি: মিনান হোসেন, ১ নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম নান্নু, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান বাবুসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।