চীফ রিপোর্টার:
- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার মোহাম্মদ সাদ্দাম হোসেন পদ্মা অয়েলের গাড়ির চাপায় নিহত হয়েছেন। বুধবার (১৬ আগস্ট) রাতে বিমানবন্দরের অভ্যন্তরে বে-৭ নম্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদ্দামের বাড়ি জামালপুর জেলার বক্সিগঞ্জে উপজেলায়।
বিমান সূত্রে জানা যায়, বুধবার রাতে বিমানবন্দরের অভ্যন্তরে বে-৭ নম্বর এলাকায় ডিউটিরত অবস্থায় তাকে ধাক্কা দেয় পদ্মা অয়েল কোম্পানির বাউজার। পরে অচেতন অবস্থায় তাকে উত্তরার উইমেন’স মেডিকেল কলেজে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়।
এ বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম গণমাধ্যম কে বলেন, পদ্মা ওয়েলের গাড়িটি চালকসহ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা পরবর্তী আইনগত ব্যবস্থা নিবেন।
বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল