১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ জয়নুল আবেদীন পার্কের পরিচ্ছন্নতায় মসিকের ক্রাশ প্রোগ্রাম
১৯, আগস্ট, ২০২৩, ৭:২৯ অপরাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন. কম:

ময়মনসিংহবাসীর চিত্ত বিনোদনের অন্যতম আশ্রয়স্থল শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কের পরিচ্ছন্নতায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে ক্রাশ প্রোগ্রাম চলছে।

 

সিটি কর্পোরেশনের ১৫ জন পরিচ্ছন্নতাকর্মী একযোগে এ কাজ করছেন। চলমান এ ক্রাশ প্রোগ্রাম আজ সকালে পরিদর্শন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী। এ সময় তিনি পার্ককে কীভাবে সব সময় পরিচ্ছন্ন রাখা যায় সে বিষয়ে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগকে নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, পার্ককে আরও পরিচ্ছন্ন ও স্বচ্ছন্দময় করা হবে। এ বিষয়ে মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশনা রয়েছে।

পরিদর্শনকালে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ মোহাব্বত আলী, স্যানিটারি ইন্সপেক্টর রবিউল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।