তথ্য প্রতিদিন. কম:
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ছিতনাইকৃত একটি চোরাই ব্যাটারী চালিত অটো মিশুক গাড়ী উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আলোচিত তিন চোরকে গ্রেফতার করে পুলিশ। শনিবার তাদেরকে ময়লাকান্দা থেকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখতে কোতোয়ালি পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে কোতোয়ালী মডেল থানার এসআই মনিরুজ্জামান সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় কোতোয়ালি থানার মামলা নং- ৬২, তারিখ- ২০/০৮/২০২৩ ধারা- আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন সংশোনী ২০১৯ এর ৪/৫ থানায় রুজুর ৩ ঘন্টার মধ্যে থানা এলাকায় অভিযান পরিচালনা করে ময়লাকান্দা নামক এলাকা থেকে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করে। তারা হলো, মুক্তাগাছার কাট বউলার আলা উদ্দিন, কাশর বউ বাজারেরর অভি ও মোঃ মিজু।
গ্রেফতারকৃতদের কাছ থেকে মামলার ছিনতাইকৃত একটি ব্যাটারী চালিত অটো মিশুক গাড়ী উদ্ধার করা হয়। তাদেরকে রবিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল