তথ্য প্রতিদিন. কম:
জেলা গোয়েন্দা শাখা ময়মনসিংহ এর বিশেষ অভিযানে ২টি রাম দা ও ১টি চাপাতিসহ ডাকাতি প্রস্তুতিকালে ২ জনকে গ্রেফতার করে । ২৮ আগষ্ট রাত পনে ১২ টার দিকে জেলা ডিবি পুলিশের একটি দল ত্রিশাল থানার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের নিগার জামান পেট্রোল পাম্পের সামনে থেকে ডাকাতির প্রস্তুুতিকালে গফরগাঁও কুর্শাপুর গ্রামের সিরাজুল ইসলাম ওরফে সিরাজ দালালের ছেলে মো: হিমেল সরকার (৩৪) ও ত্রিশাল সাউদকান্দি গ্রামের মোফাজ্জলের ছেলে মো: সোহাগ (২২) গ্রেফতার করা হয়েছে । তাদের কাছ থেকে ২ টি রাম দা ও ১ টি চাপাতি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী হিমেল সরকারের বিরুদ্ধে গফরগাঁও থানায় ৪টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ত্রিশাল থানায় মামলা দায়ের করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে। অভিযানে নেতৃত্বদেন এসআই সুমন চন্দ্র সরকারসহ সঙ্গীয় ফোর্স ।