চীফ রিপোর্টার:
- রাজধানীর শাহবাগ থানা এলাকা থেকে রিকশাচালক সেজে যাত্রীর মালামাল চুরির ঘটনায় এক প্রতারককে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ। তার নাম মো. আ: রাজ্জাক।
বুধবার বেলা সাড়ে তিনটায় সোনারগাঁও মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে শাহবাগ থানা পুলিশের টহল দল।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ জানান, প্রতারক আ: রাজ্জাক রিকশায় মালামাল নিয়ে ওঠা যাত্রীদের রিকশা নষ্ট হওয়া কথা বলে যাত্রীকে রিকশা থেকে নামতে বলে। যাত্রী রিকশা থেকে নামলে চক্রের অন্য সদস্যরা তার সাথে তর্ক বিতর্ক এমনকি মারামারিতে লিপ্ত হয়। এই সুযোগে সে মালামাল চুরি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ওসি আরো জানান, সে রিকশার যাত্রীদের মালামাল প্রতারণার মাধ্যমে চুরি করা সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য।
এ ঘটনায় আ: রাজ্জাকের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা রুজু হয়েছে।
সুত্র, DMP news
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল