জয়া আহসান। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী। জীবনের এই সময়ে এসে এখনও তিনি সঙ্গীহীন। অর্থাৎ বৈবাহিক জীবনের বাইরে রয়েছেন এই তারকা। তাকে নিয়ে কৌতুহলের শেষ নেই ভক্তদের। জীবনের এতোগুলো বসন্ত শেষ হলেও কেনো তিনি সঙ্গীহীন? জয়া কি তবে গোপনে প্রেম করছেন? এবার সেই সব ব্যক্তিগত নানান প্রশ্নের জবাব দিলেন নায়িকা।
গুঞ্জন শোনা যাচ্ছে বিয়ের পিঁড়িতে বসছেন দুই বাংলার এই জনপ্রিয় অভিনেত্রী। আগামী বছরই নাকি বিয়ে করবেন তিনি।
এক সাক্ষাৎকারে জয়া বলেন, ‘আমি প্রেম করছি। যার সঙ্গে সম্পর্কে জড়িয়েছি তিনি বাংলাদেশের। ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ নন। কিন্তু বিয়ের দিনক্ষণ এখনও ঠিক হয়নি।’
এদিকে, সম্প্রতি বাংলাদেশে মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত কলকাতার সিনেমা ‘কণ্ঠ’। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের যৌথ পরিচালনায় সিনেমাটি গত মে মাসে ভারতে মুক্তি পায়। সাফটা চুক্তির আওতায় ‘কণ্ঠ’ দেশে পরিবেশন করছে ইমপ্রেস টেলিফিল্ম লি.।
আগামী ২৭ ডিসেম্বর কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে জয়া-প্রসেনজিৎ অভিনীত ছবি ‘রবিবার’।