১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ ভালুকায় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে নাশকতা মামলা || গ্রেপ্তার ৯
৩, সেপ্টেম্বর, ২০২৩, ১০:০১ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টার:- নাশকতাসহ বিভিন্ন অভিযোগে ময়মনসিংহের ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চুসহ ৩১ জনের নামে ও অজ্ঞাত ২০০-২৫০ জনকে আসামি করে মামলা হয়েছে। মামলায় ৯ জনকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার বিকেলে আদালতে পাঠানো হয়।

ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) কাজল বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। মামলা ও গ্রেপ্তারের বিষয় গণমাধ্যম কে নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন।

গ্রেপ্তাররা হলেন ভালুকা সদর ইউনিয়ন বিএনপি যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন খান (৪৫), বিরুনীয়া ইউনিয়ন ছাত্রদল নেতা রানা মিয়া (২৪), সাগর মিয়া (২৪), রাজৈ ইউনিয়ন ছাত্রদল নেতা ফাহাদ মিয়া (২২), হবিরবাড়ী ইউনিয়ন বিএনপি নেতা রিয়াজ উদ্দিন (৫০), আকতার হোসেন (৫৫), যুবদল নেতা ফরিদ আহমেদ (৩৮), কাঁইচান গ্রামের মোবারক হোসেন (৫৫) ও মেদিলা গ্রামের শাওন সরকার (২১)।

মামলা থেকে জানা গেছে, বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেষে বিএনপির নেতা–কর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ড ফুটওভার ব্রিজের নীচে মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর এবং পুলিশের কাজে বাধা, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান।

ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চু গণমাধ্যম কে বলেন, ‘শান্তিপূর্ণভাবে বিএনপির নেতা–কর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা শেষ করে। মাগরিবের নামাজ আদায় করে মসজিদ থেকে বের হওয়ার সময় বেশ কয়েকজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও ছয়জন পুলিশ সদস্যকে আহত হওয়ার ঘটনায় বিস্ফোরক আইনে মামলা হওয়ার কথা জানান ওসি কামাল হোসেন। তিনি বলেন, ‘মামলায় ৯ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।’