তথ্য প্রতিদিন. কম
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ও বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামী সহ ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে ২১ জনকে গ্রেফতার করা হয়।এর মাঝে এসআই উত্তম কুমার দাসের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে ভাটিকাশর পাদ্রি মিশনের সামনে থেকে ডাকাতির চেষ্টা মামলার আসামী নুরুল আমিন ওরফে লাল চাঁন, মোঃ রাব্বী মিয়া ও মোঃ নয়নকে দেশীয় অস্ত্র সহ, এসআই শামছুজ্জামানের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে আরকে মিশন রোড থেকে বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামী মোঃ মাহবুবুল হক, মোঃ দিপু মোড়ল, এসআই জোবায়ের খালিদের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে ভাটি কাশর এলাকা থেকে আত্মহত্যার প্ররোচনা মামলার আসামী ডালিম রিচিল, এসআই তাইজুল ইসলামের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে চর বড়বিলা থেকে জুয়া মামলার আসামী মোবারক হোসেন, মো্ঃ হুমায়ুন কবিরকে গ্রেফতার করা হয়।
এসআই ফারুক আহমেদের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে সেহড়া এলাকা থেকে ভরণ পোষন মামলার আসামী ইমরান নুর শুভ, এসআই মনিতোষ মজুমদারের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে খাগডহর বাঘেরকান্দা এলাকা থেকে অন্যান্য মামলার আসামী আল আমিন, ফারুক, হানিফ, ফারুক হোসেন, হযরত আলী, ইউসুফ ও সুরুজকে গ্রেফতার করা হয়। এসআই উত্তম কুমার দাসের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে মাসকান্দা এলাকা থেকে অন্যান্য মামলার আসামী সোহাগ, এসআই হারুন অর রশিদের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে রহমতপুর এলাকা থেকে অন্যান্য মামলার আসামী রাজিব,এসআই সুমন দেবনাথের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে এলাকা থেকে অন্যান্য মামলার আসামী আসাদুজ্জামান রনিকে গ্রেফতার করে।
এছাড়াও এসআই তাইজুল ইসলাম, এএসআই নুরুজ্জামান, আব্দুস ছাত্তার, আবুল হাসান পরোয়ানাভুক্ত আরো দুইজনকে গ্রেফতার করে। তারা হলো, হাসিনা খাতুন ও মোঃ আঃ কাইয়ুম। তাদেরকে সোমবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।