১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ সারা বাংলা, স্বাস্থ্য ডেঙ্গু পরিস্থিতি।
৫, সেপ্টেম্বর, ২০২৩, ১০:৪৯ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

ডেঙ্গু পরিস্থিতি।

টানা তিন সপ্তাহ ধরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হওয়ার রোগীর সংখ্যা এবং এতে মৃত্যু কমতিরদিকেছিল। কিন্তু এক সপ্তাহের বেশি সময় ধরে আবার রোগীর সংখ্যা যেমন বাড়ছে, তেমনি বাড়ছে মৃত্যু ও। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল সোমবার দেওয়া চলতি বিবৃতির সঙ্গে চলতি বছরের ডেঙ্গুর প্রবণতা নিয়ে নানা তথ্য তুলে ধরে। সেখানে দেখা যায়.শেষ সপ্তাহে(গত ২৭ আগষ্ট থেকে ২ সেপ্টেম্বর) এর আগের সপ্তাহের তুলনায় ডেঙ্গু রোগীবেড়েছে ৮ শতাংশ এবং মৃত্যু বেড়েছে ১৪ শতাংশ। এসম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ১৩ শতাংশ বেড়েছে।তবে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে রোগীর সংখ্যা কিছুটা কমেছে। স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সাবেক
পরিচালক বে-নজির আহমদ গতকাল প্রথম
আলোকে বলেন, ‘এখন থেমে থেমে বৃষ্টি হচ্ছে।
আবার সেই সঙ্গে আছে তীব্র গরম। এতে ডেঙ্গু রোগ
সৃষ্টিকারী এডিস মশা বৃদ্ধির আশঙ্কা রয়েছে। এখন
এডিস মশা নিয়ন্ত্রণ করতে হবে। সেই সঙ্গে ডেঙ্গু
রোগীর জন্য স্বাস্থ্য পরিষেবার মানও উন্নত করতে
হবে।’
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আরও ১২ জনের
মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে।

৬৪৬ জনের মৃত্যু হলো। এ ছাড়া ডেঙ্গু নিয়ে নতুন
করে ২ হাজার ৮২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি
অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত রোববার সকাল ৮টা
থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকায় ৪ জন ও
ঢাকার বাইরে ৮ জন মারা গেছেন। এ সময় নতুন
করে ডেঙ্গুতে আক্রান্ত হওয়া ব্যক্তিদের ১ হাজার ৫
জন ঢাকার এবং ১ হাজার ৮১৮ জন ঢাকার বাইরে
বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে মোট ভর্তি
হয়েছেন ১ লাখ ৩৩ হাজার ১৩৪ জন। তাঁদের মধ্যে
৬১ হাজার ৪৮৯ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে
এবং ঢাকার বাইরে ৭১ হাজার ৬৪৫ জন ভর্তি হন।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা
ইনস্টিটিউটের (আইইডিসিআর) উপদেষ্টা মুশতাক
হোসেন প্রথম আলোকে বলেন, গত বছর নভেম্বর
মাস পর্যন্ত ডেঙ্গুর বিস্তার ছিল। এবারও থেমে থেমে
বৃষ্টি হচ্ছে। সামনে রোগী বাড়তে পারে। সে জন্য
সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকতে হবে।