তথ্য প্রতিদিন. কম:
ময়মনসিংহের মুক্তাগাছার চাঞ্চল্যকর যুবলীগ নেতা আসাদ হত্যাকান্ডে দুই অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি ফারুক হোসেনের নেতৃত্বে একটি টিম সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানাধীন চান্দালিপাড়া থেকে সোমবার রাতে তাদেরকে গ্রেফতার করে।
মামলা সুত্রে জানা গেছে, গত ২৯ আগষ্ট মুক্তাগাছার পানহাটি এলাকায় যুবলীগ নেতা আসাদকে গুরুত্বর আঘাত করে আহত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় বাদীর অভিযোগ থানায় প্রাাপ্ত হয়ে মুক্তাগাছা থানার মামলা নং-৩০, তারিখ-৩১/০৮/২০২৩ ইং ধারা-
১৪৩/৩০২/১১৪/৩৪ পেনাল কোড রুজু হয়। মামলাটি অধিক গুরুত্ব সহকারে নিয়ে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা ডিবি পুলিশকে তদন্তভার দেয়। এ গুরুত্বপুর্ণ মামলাটি ডিবির উপর ন্যাস্ত করার সাথে সাথে ডিবির ওসি ফারুক হোসেনের নেতৃত্বে ডিবির টিমধারাবাহিকভাবে অভিযান শুরু করে। অভিযানে ঘটনার সাথে জড়িত মোঃ মমিনুল হক ও সাখাওয়াত হোসেন লিমন সুনামগঞ্জের মধ্যনগর থানাধীন চান্দালিপাড়া এলাকা হতে গ্রেফতার করে। হত্যাকান্ডের সাথে জড়িত পলাতক আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে ওসি ফারুক হোসেন দাবি করেন।