১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ কোতোয়ালির অভিযানে সাজাপ্রাপ্ত সহ গ্রেফতার ১৮।।
৭, সেপ্টেম্বর, ২০২৩, ১০:৫৫ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন. কম

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণসহ চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় পুলিশ অভিযান পরিচালনা করে ১৮ জনকে গ্রেফতার করে।
এর মাঝে এসআই শামছুজ্জামানের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে চর খরিচা বাজার এলাকা থেকে বিশেষ ক্ষমতা আইনের মামলার অভিযুক্ত আসামী শাহাদৎ হোসেন ওরফে সাজু মেম্বার, এসআই মোঃ আল মামুনের নেতৃত্বে পাটগুদাম বাসস্ট্যান্ড থেকে ডাকাতির প্রস্তুতি কালে আসামী মেহেদী হাসান, মাসুদ পারভেজ, মোঃ আপনকে ধারালো অস্ত্র সহ, এসআই তানভীর আহমেদ ছিদ্দীকী, এসআই সুমন দেবনাথ অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী মোঃ সোহেল মিয়া, আনার, এসআই তাইজুল ইসলাম অভিযান পরিচালনা করে জনসাধারনের চলাচলে বিঘ্ন সৃষ্টির অপরাধে আসামী মাহবুবুল হাসান অনিককে গ্রেফতার করে।
এছাড়া এসআই আশরাফুল আলম, হারুন অর রশিদ, কামরুল হাসান, এএসআই রফিকুল ইসলাম, মাসুম রানা, রেজাউল, হানিফ, সোহরাব, নুরুজ্জামান পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক এবং পরোয়ানাভুক্ত আরো নয় পলাতক আসামীকে গ্রেফতার করে। সাজাপ্রাপ্তরা হলো, মোঃ জাকির হোসেন ও মোঃ আবু জার আল গিফার। এছাড়া পরোয়ানাভুক্ত পলাতক আসামীরা হলো, মোঃ মাসুদ রানা, মোঃ খাইরুল ইসলাম, মোঃ সোহাগ মিয়া, মোঃ জাকির হোসেন তালুকদার, আনোয়ারা বেগম, শিপন মিয়া, মোঃ আল আমীন, মোঃ মহিবুল্লাহ হিরা ও মোঃ আলম। তাদেরকে বুধবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।