১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা রাজধানীতে ডিবির অভিযানে ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার
৮, সেপ্টেম্বর, ২০২৩, ৫:০৫ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টার:

 

– রাজধানীর শাহবাগ থানা এলাকা থেকে ফেন্সিডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-তেজগাঁও বিভাগ।

গ্রেফতারকৃতের নাম এনামুল হাসান ওরফে রাজন। গ্রেফতারের সময় তার কাছ থেকে ১৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার বিকেল ৫:১৫ টায় শাহবাগ থানার ফুলবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গোয়েন্দা-তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিম।

অভিযানের নেতৃত্ব দেওয়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আনিচ উদ্দীন ডিএমপি নিউজকে জানান, কয়েকজন ব্যক্তি ফুলবাড়ীয়ার সেক্রেটারিয়েট রোড এলাকায় ফেন্সিডিল বিক্রির জন্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত রাজন দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকা মহানগরসহ পার্শ্ববর্তী এলাকায় বিক্রি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা রুজু হয়েছে।