১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ খুলনা, খেলাধুলা বেনাপোল সিএন্ডএফ স্টাফ ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন “কাষ্টমস শুল্কায়ন একাদশ”
৮, সেপ্টেম্বর, ২০২৩, ৮:৫৫ অপরাহ্ণ - প্রতিনিধি:

আসাদুজ্জামান রিপন (যশোর): বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশন” এর ‘বার্ষিক ফুটবল টুর্ণামেন্ট’২০২৩ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি মেয়র,মোঃ নাসির উদ্দিন।

বেনাপোল বন্দরের ঐতিহ্যবাহী সংগঠন “বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশন” এর উদ্যোগে গত ১ সেপ্টেম্বর বেনাপোল হাইস্কুল মাঠ(বলফিল্ড) এ “বার্ষিক ফুটবল টুর্ণামেন্ট’২০২৩ শুরু হয়।

বার্ষিক এই টুর্ণামেন্টে মোট ৪টি দল অংশ গ্রহণ করে। ১। কার্গো একাদশ ২। শুল্কায়ণ একাদশ ৩। ডেলিভারী শাখা ৪। এসেসমেন্ট শাখা। দলগুলির মধ্যে প্রতিযোগীতা শেষে আজকের ফাইনাল খেলায় অংশ নেয়- “কাষ্টমস শুল্কায়ণ শাখা” এবং “ডেলিভারী শাখা”।

শুক্রবার(৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায় অনুষ্ঠিত ফাইনাল ফুটবল টুর্ণামেন্টে ৪-০ গোলে জয়ী হয়ে “কাষ্টমস শুল্কায়ন একাদশ” চ্যাম্পিয়ন ট্রপি এবং নগদ ২০,০০০(কুড়ি হাজার) টাকা জিতে নেয়। অপরদিকে,রানার-আপ “ডেলিভারী শাখা” একাদশ কে ট্রপি এবং নগদ ১৫,০০০(পনের হাজার) টাকা তাদের দলীয় অধিনায়ক ও সহকারি খেলয়াড়দের হাতে তুলে দেওয়া হয়।

পুরস্কার বিতরণে প্রদানকৃত সমূদয় নগদ অর্থ দানকারীগণ হলেন-
সাবেক দপ্তর সম্পাদক,সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশন ও বিশিষ্ঠ সিএন্ডএফ ব্যবসায়ী-মোঃ মাসুদ আক্তার বাবু খান, মেসার্স কে বি গ্রুপের চেয়ারম্যান ও বেনাপোল পৌর যুবলীগ নেতা- মোঃ কামরুজ্জামান বাবলু।

ফাইনাল টুর্ণামেন্টের সভামঞ্চে প্রধান অতিথি’র বক্তৃতায় মেয়র,মোঃ নাসির উদ্দিন বলেন,
“মেয়র পদে আসীন হয়ে প্রথম এই স্টাফ এসোসিয়েশনের টুর্ণামেন্টে উপস্থিত হতে পেরে নিজেকে ধণ্য মনে করছি।আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি,আজকের এই টুর্ণামেন্টের আয়োজক সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সকল সদস্যের প্রতি”।

তিনি বলেন, “দেশকে মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার কোন বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সকলকে খেলাধুলায় বেশি করে সম্পৃক্ত করার আহ্বান জানাতে হবে। উন্নত জাতি গঠনে যেমন শিক্ষার প্রয়োজন তেমনি শরীর চর্চাও প্রয়োজন। সুস্থ জাতি গঠনে সাংস্কৃতি ও বিনোদন চর্চা করতে হবে”।

“আজকের সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টটি অত্র পৌর এলাকা সহ শার্শা উপজেলার প্রতিটি গ্রাম-গঞ্জের সর্বত্রই একটা ব্যাপক সাড়া ফেলেছে। খেলাধুলায় সম্পৃক্ত হওয়ায় আমাদের সন্তানরা বিপদগামী না হয়ে সঠিক পথের দিশা পাবে”।

“মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর থেকেই খেলাধুলার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে আসছেন, যার ফলে ক্রিকেট-ফুটবলসহ সকল খেলায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে এবং হচ্ছে। যে ক্রিকেট খেলায় বাংলাদেশের নাম ছিল না সেই দেশ এখন ক্রিকেট পরাশক্তিদের অনায়াসে পরাজিত করছে। আজকের এই টুর্ণামেন্ট মিলন মেলায় পরিণত হয়েছে। সিএন্ডএফ স্টাফ এসোসিয়েশনের এই বৃহৎ আয়োজনের ফুটবল টুর্ণামেন্ট তারই প্রমান দেয়। কাজের পাশাপাশি খেলাধুলা করলে শরীর ও মন দুটিই ভাল থাকে”।

“বেনাপোল পৌরবাসি’র প্রতি সবিনয় অনুরোধ রেখে মেয়র বলেন,মণের প্রশান্তি দুর করতে কাজের পাশাপাশি আজ সিএন্ডএফ স্টাফ বন্ধুরা যেমন খেলাধূলা বেছে নিয়েছেন,তেমনি লেখাপড়ার পাশাপাশি সন্তানদেরকেও খেলাধুলার প্রতি আগ্রহ তৈরী করতে হবে,যাতে করে তারা বিপথে পা না বাড়ায়”।

ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় বিশেষ অতিথিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন-মোঃ শামছুর রহমান(সভাপতি,বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন),মোঃ কামাল হোসেন ভূঁইয়া(ওসি,বেনাপোল পোর্টথানা),মোঃ আব্দুল লতিফ(কাষ্টমস বিষয়ক সম্পাদক,বেনাপোল সিএন্ডএফ এজেন্ট),মোঃ আসাদুজ্জামান(মরহুম নুরুজ্জামানের ছোট ভাই) বজলুর রহমান(চেয়ারম্যান,৪ নং বেনাপোল ইউনিয়ন পরিষদ)। আ.লীগ নেতা-মাহতাব উদ্দিন,মোঃ জুলফিকার আলী মন্টু(সভাপতি,বেনাপোল পৌর স্বেচ্ছাসেবকলীগ)।

টুর্ণামেন্টের ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন- মোঃ মুজিবর রহমান(সভাপতি,বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশন) এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন-মোঃ সাজেদুর রহমান(সাধারণ সম্পাদক,বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশন)।

খেলায় রেফারীর দায়িত্ব পালণ করেন-১। ইয়ানুর রহমান। সহকারী রেফারীগণ হলেন-
২। আল ইমরান শান্ত ৩। মোঃ ইয়াছিন আলী ৪। মোঃ বাছেদ আলী মল্লিক।

খেলার ধারা বর্ণনায় ছিলেন-মোঃ বিল্লাল হোসেন মিন্টু,নজরুল ইসলাম ও রিয়াজুল ইসলাম ওয়াসিম।

ফুটবল টুর্ণামেন্ট এর সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন-মোঃ আব্দুর রউফ(প্রচার ও ক্রীড়া সম্পাদক,স্টাফ এসোসিয়েশন)।

মিডিয়া পার্টনার হিসেবে দায়িত্ব পালন করে “সীমান্ত প্রেসক্লাব বেনাপোল”।