১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ মুক্তাগাছার আসাদ হত্যাকান্ডে কিলার ইসমাইল গ্রেফতার
১০, সেপ্টেম্বর, ২০২৩, ১:১৭ অপরাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন. কম:

ময়মনসিংহের মুক্তাগাছায় চাঞ্চল্যকর যুবলীগ নেতা আসাদ হত্যায় কিলার ইসমাঈলসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার মুন্সিগঞ্জের শ্রীনগরের পশ্চিম ব্যাজগাঁও মোল্লাবাড়ী কিলার ইসমাইলকে গ্রেফতার করা হয়।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের(ওসি) ফারুক হোসেন জানান, গত ২৯ আগষ্ট মুক্তাগাছার পানহাটি গ্রামে যুবলীগ নেতা আসাদকে গুরুত্বর আহত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় মুক্তাগাছা থানায় মামলা নং-৩০, তারিখ-৩১/০৮/২০২৩ দায়ের হয়। মামলাটি অধিক গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে পুলিশ সুপার মামলার তদন্তভার ডিবি পুলিশের উপর ন্যাস্ত করেন। ডিবির ওসির ফারুক হোসেনের নেতৃত্বে ডিবির টিম ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত এজাহার নামীয় এবং হত্যাকান্ডের কিলার ৪নং আসামী মোঃ ইসমাঈল হোসেনকে শুক্রবার মুন্সিগঞ্জের শ্রীনগরের পশ্চিম ব্যাজগাঁও মোল্লাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ৬ টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ হত্যাকান্ডে এখন পর্যন্ত ৬ জন আসামী গ্রেফতার করা হয়েছে। হত্যাকান্ডের সাথে জড়িত পলাতক আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলেও দাবি করেন ওসি।