তথ্য প্রতিদিন. কম:
সমাজে চলমান অপরাধ নিয়ন্ত্রণে মাদ্রাসার শিক্ষক-ছাত্রদের ভূমিকা রাখার আহ্বান জানিয়ে মধ্যবারেরা নিজামিয়া মাদ্রাসায় ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা পুলিশের আয়োজনে সভা হয়।
সভায় কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জঙ্গিবাদ, মাদক, বাল্যবিয়ে, আত্মহত্যা প্রবণতা হ্রাস, কিশোর অপরাধী নিয়ন্ত্রণ কল্পে বক্তব্য রাখেন।
সভায় মাদ্রাসা শিক্ষক শিক্ষার্থীরা অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের দায়িত্বশীল ভুমিকার প্রশংসা করে এ সকল অপরাধ থেকে নিজেদের মুক্ত রাখা সহ নিজ নিজ এলাকায় প্রচার করার আশাবাদ ব্যক্ত করেন। কোতোয়ালি পুলিশ জানায়, ময়মনসিংহ বিভাগীয় নগরী ও সদর এলাকায় জঙ্গিবাদ, মাদক, বাল্যবিয়ে নিরসনে প্রায় প্রতিদিনই বিট পুলিশিংয়ের সভা করছেন ওসি শাহ কামাল আকন্দ। সভায় ব্যবসায়ী, জনপ্রতিনিধি, শিক্ষক,রাজনীতিকগণ উপস্থিত হয়ে অপরাধ নিয়ন্ত্রণে সম্মিলিতভাবে কাজ করছেন। ফলে কোতোয়ালি এলাকায় অতীতের যে কোন সময়ের চেয়ে অপরাধ প্রবনতা, চুরি ছিনতাই, মাদক অনেকাংশে কমে এসেছে।