তথ্য প্রতিদিন. কম:
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ১১ জনসহ ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, ময়মনসিংহ নগরী ও সদর এলাকাকে একটি শান্তিপুর্ণ নিরাপদ বাসযোগ্য অঞ্চল গড়তে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে পুলিশ অভিযান পরিচালনা করে গত ২৪ ঘন্টায় ১৫ জনকে গ্রেফতার করে।এর মাঝে এসআই শামছুজ্জামানের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে জেলা স্কুল রোড এলাকা থেকে বিশেষ ক্ষমতা আইনে মামলার তদন্তে সন্দিগ্ধ আসামী সুজাউদৌলা ওরফে সুজা, এসআই মাসুদ জামালীর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে কেওয়াটখালী নদীর পাড় সংলগ্ন এলাকা থেকে মাদক ব্যবসায়ী মোঃ সোহাগ মিয়া, মোঃ জাকির হোসেন ওরফে সিজারকে ১২ গ্রাম নেশাজাতীয় হেরোইন সহ, এসআই মোঃ সাজ্জাদ হোসেন সজীবের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে পাটগুদাম ব্রীজ এলাকা হইতে ডাকাতির প্রস্তুতি কালে মোঃ মানিক মিয়া, কালা মিয়া, এএসআই শামীমুল হাসানের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে বাকৃবি শেষ মোড় এলাকা থেকে জনসাধারনের চলাচলে বিঘ্ন সৃষ্টির অপরাধে আজমল মিয়াকে গ্রেফতার করে।
এছাড়া এসআই নিরুপম নাগ, মাসুদ জামালী, কামরুল হাসান, এএসআই কামাল হোসেন, আবু হানিফা, সুজন চন্দ্র সাহা, মাসুম রানা, হযরত আলী পৃথক অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত ৩ জন এবং পরোয়ানাভুক্ত আরো ৮ পলাতক আসামি গ্রেফতার করে। গ্রেফতারী পরোয়ানাভুক্ত মোঃ আব্দুল্লাহ আল মাসুদ খানের বিরুদ্ধে ৪টি গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এছাড়া অন্যরা হলো, কাইল্যা, মোঃ সোহেল, মোঃ আব্দুল্লাহ আল মাসুদ খান, মোঃ রাজু, মোঃ সোহাগ, মোঃ মঞ্জুরুল ইসলাম, মোঃ হুমায়ন কবির ও মোছাঃ আয়েশা খাতুন। তাদেরকে রবিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।