১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, খুলনা বেনাপোলে ফেন্সিডিল সহ যুবক আটক
১১, সেপ্টেম্বর, ২০২৩, ৯:১৩ অপরাহ্ণ - প্রতিনিধি:

আসাদুজ্জামান রিপন (যশোর): যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার) পিপিএম মহোদয় এর নির্দেশক্রমে বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ২ শত ৯ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ এক জনকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ

সোমবার ১১ সেপ্টেম্বর দুপুর ১ টা ৩০ মিনিটের সময় বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া ও বড় আঁচড়া এলাকা হতে মোট ২০৯ বোতল ফেন্সিডিলসহ একজনকে আটক করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভুঁইয়া বলেন, ছোট আঁচড়া ও বড় আঁচড়া গ্রামস্থ বেনাপোল স্থল বন্দরের ২২নং শেড এর সামনে হইতে পরিত্যক্ত অবস্থায় ১৫০ বোতল এবং বেনাপোল নতুন থানা ভবনের সামনে হইতে ৫৯ বোতল ফেন্সিডিলসহ জাকির হোসেন নামে একজনকে আটক করে

আটক আসামী মোঃ জাকির হোসেন (২৫) পোর্ট থানা খড়িডাংগা গ্রামের জিল্লুর রহমান এর ছেলে।

গ্রেফতার কৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে ।