সেলিম মিয়াঃ
ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) প্রধান মোঃ মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার) বলেন, উগ্রবাদ মানবতা ও সকল ধর্মের শত্রু। উগ্রবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে সংস্কৃতি বোধটা গড়ে তুলতে পারলে আমার মনে হয় বাংলাদেশে উগ্রবাদ কখনও মাথাচড়া দিয়ে উঠতে পারবে না। বুধবার ২০ নভেম্বর বিকেলে কিশোরগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে “উগ্রবাদ প্রতিরোধে গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের ভূমিকা” শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
এ সময় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), নরসিংদী জেলার পুলিশ সুপার প্রলয় জোয়ারদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. এম.এ আফজল, জিপি বিজয় শংকর রায়, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এ.কে.এম শামছুল ইসলাম খান মাসুম, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক বিলকিছ বেগম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মোঃ আতাউর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, জেলা মহিলা সমিতির সভানেত্রী এ্যাড. মায়া ভৌমিক, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, আলম সারোয়ার টিটু, সাজন আহম্মেদ পাপন প্রমুখ।
ছবি, ইন্টারনেট