১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ডিবির অভিযানে গাজা ও ইয়াবাসহ গ্রেফতার-৩
১২, সেপ্টেম্বর, ২০২৩, ৯:৫৬ অপরাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন. কম:

ময়মনসিংহে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে এককেজি গাজা ও ৫০ পিস নেশাজাতীয় টেবলেট ইয়াবা উদ্ধার করা হয়। সোমবার বিকালে পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
ডিবির ওসি ফারুক হোসেন জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবির এসআই কমল সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে হালুয়াঘাটের বিলডোরা মোজাহাটি থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মোঃ আইয়ুব খানকে গ্রেফতার করে।
এছাড়া এসআই সুমন চন্দ্র সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ফুলপুরের বড়ইকান্দি থেকে এককেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী মোঃ ইকবাল শেখ ও মোঃ কবির খানকে গ্রেফতার করে।
উদ্ধারকৃত ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও এককেজি গাঁজা উদ্ধারে হালুয়াঘাট ও ফুলপুর থানায় পৃথক মামলা দায়ের হয়েছে। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।