সৈয়দ তপনঃ
নেত্রকোনার জেলার মোহনগঞ্জ উপজেলা সদর সহ বিভিন্ন ইউনিয়নের বৃহৎ বাজারগুলিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ অারিফুজ্জামানের নেতৃত্বে লবণের মূল্যবৃদ্ধির গুজব ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উপজেলা সদর সহ বিভিন্ন ইউনিয়নের উল্লেখযোগ্য বাজারসমূহে অদ্য ২০শে নভেম্বর বুধবার বজারাপরিদর্শনে যান নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ অারিফুজ্জামান। তিনি সরাসরি বাজারের দোকানগুলোতে লবন ও পেঁয়াজের দামসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের মুল্য, দোকানের ট্রেড লাইসেন্স ও মেয়াদোত্তীর্ণ জিনিসপত্রের মনিটরিং করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় তিনি সেখানে কয়েকটি দোকানে পেঁয়াজ কেনাবেচার চালান,দোকানের লাইসেন্স, জিনিস পত্রের মেয়াদ,বাজার মুল্যের চার্ট দেখেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।
ইউএনওর তদারকির বিষয়টি বাজারে ছড়িয়ে পড়লে দ্রুত খুচরা বিক্রেতারা লবন ও পেঁয়াজসহ বিভিন্ন পন্য ন্যায্য মুল্যে বিক্রি শুরু করেন। দোকানগুলোতে দ্রুতই মূল্য তালিকা লিখে টাঙিয়ে দেওয়ার পরামর্শ দেন ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা।
দোকানদারেরা জানান, পেঁয়াজ ও লবন নির্ধারিত মুল্যে খুচরা ক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছে। এরপর বাজারে আসা সাধারণ ক্রেতাদের সঙ্গেও কথা বলেন।
মোহনগঞ্জ উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা মোঃ অারিফুজ্জামান বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সহনীয় মুল্যে সাধারন মানুষকে লবন-পেয়াজ ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রাদি ক্রয়ের ক্ষেত্রে ও বাজার স্থিতিশীল রাখতে ভূমিকা রাখায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন মোহনগঞ্জের বাজারগুলোতে বাজারের কেনাকাটা করতে অাসা ভোক্তাগণ।