তথ্য প্রতিদিন. কম:
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে। এ সময় আন্তঃজেলা মাদক ব্যবসায়ীচক্রের চার সদস্যকে গ্রেফতার করে।
ডিবির ওষি ফারুক হোসেন জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞার নির্দেশে মাদক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ডিবি পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে শনিবার সকালে এসআই কমল সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে
ধোবাউড়ার গামারীতলা থেকে ২০ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী মোঃ রাজীব মিয়া, মোঃ জাহাঙ্গীর আলম, ইসমাইল হোসেন ও মোঃ সুমন মিয়াকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। শনিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল