১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ অবৈধ ডাইস বসিয়ে অটো বেপরোয়াভাবে চালাচ্ছে এবং অতিরিক্ত ভাড়া আদায় করছে।।
১৬, সেপ্টেম্বর, ২০২৩, ৮:২৩ অপরাহ্ণ - প্রতিনিধি:

মারুফ হোসেন কমল :

ময়মনসিংহ সিটিতে বেপরোয়াভাবে চলছে অটোরিকশা ইজিবাইক মিশুক চালিত রিকশা। এদের মধ্যে জনগণের মুখে জানা যায়, নতুন বাজার রেলক্রসিং, ধোপাখোলা বদরের মোড় চরপাড়া, মাসকান্দা বাস টার্মিনাল,ব্রীজমোড়, কাঠগোলা বাইপাসসহ নগরীর বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্র যাত্রীদের শরীলে লাগিয়ে টাকা পয়সা মালামাল হাতিয়ে নিয়ে যায়। এদের মধ্যে দেখা যায়,অটো রিকশা ড্রাইভার ছোট ছোট নাবালক শিশুরা চালাচ্ছে এবং কিছু ছিনতাইকারী নেশাখোর অটোরিকশা চালক পরিচয়ে তারা মাদক ব্যবসা চুরি ছিনতাই চালিয়ে যাচ্ছেন এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে।এটি তাদের নিত্যদিনের কাজ তবে এ ব্যাপারে জেলা প্রশাসন ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা।

রফিক নামে এক পথযাত্রী অটোরিকশাতে যাতায়াতকালে নগরীর নতুন বাজার রেলক্রসিং সংলগ্নে গত কয়েকদিন আগে অটোরিকশা চালকের সাথে সিন্ডিকেট করে ছিনতাইকারীরা তার কাছ থেকে নগদ টাকা ও মালামাল নিয়ে যায় বলে জানান তিনি।

এ ব্যাপারে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সহকারী সচিব আমিনুল ইসলাম এক সাক্ষাৎকারে জানান, অটোরিক্সা ভাড়া নিয়ে আমরা ১টি কমিটি করেছি, খুব তাড়াতাড়ি অটো ও মিশুক চালিত রিকশা এর ভাড়ার সিদ্ধান্ত দেওয়া হবে। অটোরিকশা চালক পরিচয়ে ছিনতাইকারীদের ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে এ ব্যাপারে আমরা কঠোর ব্যবস্থা নিব। ডুবলি লাইসেন্সের বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, আমাদের জানামতে অনেকে নিজেরাই নকল ডাইলস তৈরি করে অটোরিকশা চালাচ্ছে, তবে এ বিষয়ে ব্যাপারে জেলা ট্রাফিক পুলিশ নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে।