১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ময়মনসিংহে অটোরিকশার সিন্ডিকেটে অসহায় যাত্রী
১৬, সেপ্টেম্বর, ২০২৩, ৯:০০ অপরাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন. কম:

 

-একই নম্বরের একাধিক অবৈধ লাইসেন্স
-অবৈধ পার্কিং এর ফলে যানজটের সৃষ্টি
-চলছে অটোরিকশা চালক পরিচয়ে ছিনতাই
-যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়

 

ময়মনসিংহ সিটিতে বেপরোয়াভাবে চলছে অটোরিকশা ইজিবাইক মিশুক চালিত রিকশা। নগরীতে একই নম্বরে একাধিক অটোরিকশা রাস্তায় চলাচল করছে। জানা যায়, নগরীর গাঙ্গিনাপাড়, নতুন বাজার রেলক্রসিং, ধোপাখোলা বদরের মোড় চরপাড়া, মাসকান্দা, বাস টার্মিনাল,ব্রীজমোড়, কাঠগোলা বাইপাসসহ নগরীর বিভিন্ন এলাকায় সুযোগ পেলেই দেশীয় অস্ত্র ঠেকিয়ে যাত্রীদের কাছ থেকে টাকা পয়সা মালামাল হাতিয়ে নিয়ে যায়। এছাড়াও নগরীতে অটোরিকশা ড্রাইভার ছোট ছোট নাবালক শিশুরা চালাচ্ছে এবং কিছু ছিনতাইকারী অটোরিকশা চালক পরিচয়ে তারা মাদক ব্যবসা চুরি ছিনতাই চালিয়ে যাচ্ছেন এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে।এটি তাদের নিত্যদিনের কাজ তবে এ ব্যাপারে জেলা প্রশাসন ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা।এদিকে, রফিক নামে এক যাত্রী অটোরিকশাতে যাতায়াতকালে নগরীর নতুন বাজার রেলক্রসিং সংলগ্নে গত কয়েকদিন আগে অটোরিকশা চালক সিন্ডিকেট করে তার কাছ থেকে নগদ টাকা ও মালামাল নিয়ে যায় বলে জানান তিনি।এ ব্যাপারে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সহকারী সচিব আমিনুল ইসলাম এক সাক্ষাৎকারে জানান, অটোরিক্সা ভাড়া নিয়ে আমরা ১টি কমিটি করেছি, খুব তাড়াতাড়ি অটো ও মিশুক চালিত রিকশা এর ভাড়ার সিদ্ধান্ত দেওয়া হবে। অটোরিকশা চালক পরিচয়ে ছিনতাইকারীদের ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে এ ব্যাপারে আমরা কঠোর ব্যবস্থা নিব।অবৈধ লাইসেন্সের বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন,যারা নকল লাইসেন্স তৈরি করে অটোরিকশা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।ময়মনসিংহের ট্রাফিক ইন্সপেক্টর সৈয়দ মাহবুবুর রহমান জানান, যানজট নিয়ন্ত্রণে তারা নগরীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যানবাহনের কাগজপত্র পরীক্ষা করছে। অবৈধ যানবাহনের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হচ্ছে।