৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ ফুলপুরে ভুয়া চিকিৎসক আটক।
২০, নভেম্বর, ২০১৯, ৭:৫০ অপরাহ্ণ -

জয়নাল আবেদীন :ময়মনসিংহ ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়ন বড় গুনই গ্রামের আজিজুল হক এর ছেলে ভুয়া চিকিৎসক মো: কামাল হোসেন (৪০) জেলা ডিবির হাতে গ্রেফতার হন ।

সে দীর্ঘদিন যাবৎ গ্রামের নিরীহ মানুষের সাথে চিকিৎসার নামে প্রতারনা করে আসছে। তার চিকিৎসার স্বপক্ষে কোন প্রকার প্রশিক্ষণ বা সনদপত্রের কাগজ দেখাতে পারেনি । সে বাড়ীর সামনে বিশাল আকারের সাইনবোর্ড লাগিয়ে অশ্ব, গেজ,ভগন্দর, চিকিৎসক বলে প্রচারনা চালিয়ে যাচ্ছে।

গত ১৯ নভেম্বর ভুক্তভোগী মিয়া হোসেন (১৮) ফুলপুর থানায় বাদী হয়ে এই চিকিতসকের নামে মামলা করেন যার নাম্বার -১৭ বলে জানা যায়।

জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন বিষয়টি অবগত হলে ওসি ডিবির নির্দেশনায় এসআই মনিরুজ্জান ২০ নভেম্বর রাতে ভুয়া চিকিৎসক কামাল হোসেন কে গ্রেফতার করেন ।

গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে বলে ওসি ডিবি শাহ কামাল আকন্দ জানান।