তথ্য প্রতিদিন. কম:
ময়মনসিংহে ডেঙ্গু সেবা থেকে বঞ্চিত মানুষ। বাড়ছে মৃতের সংখ্যা।
ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে সরজমিনে দেখা যায়।শতভাগ সেবা পাওয়া তো দূরের কথা ৭০% সেবাও পাচ্ছেনা হাসপাতাল থেকে।
দেখা যায় ময়মনসিংহ সিটি করপোরেশন নিয়মিত বাসা বাড়ী ময়লা আবর্জনা এবং ড্রেন পরিষ্কার না করাই বাড়ছে ডেঙ্গু।
ময়মনসিংহ সিটি কর্পোরেশন ( স্বাস্থ্য বিভাগ) স্বাস্থ্য বিভাগের দুর্বলতার কারণে মশক নিধন ঔষধ নামে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।
এ নিয়ে মযমনসিংহের সচেতন মহল তদন্ত করে জরুরী ব্যবস্থা নিয়ার প্রয়োজন বলে মনে করেন।
( চলবে ধারাবাহিতা)
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল