১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি ২১ বছর পর গ্রেপ্তার করেছে এটিইউ
১৭, সেপ্টেম্বর, ২০২৩, ৬:৫৪ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টার:

 

– রাজধানীর আশুলিয়া এলাকা থেকে যাবজ্জীবন সাজা পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তার কৃতের নাম শিপন আহমদ ওরফে ছইফ উদ্দিন (৪৫)। গতকাল শনিবার তাঁকে গ্রেপ্তার করে এটিইউ। এটিইউর সিনিয়র সহকারী পুলিশ সুপার ওয়াহিদা পারভীন গণমাধ্যম কে এ তথ্য জানিয়েছেন।

ওয়াহিদা পারভীন জানান, ২০০২ সালে মৌলভীবাজারের বড়লেখা থানা এলাকায় বেল্লাল হোসেন নামে এক ব্যক্তি ছুরিকাঘাতে নিহত হন। ওই ঘটনায় বড়লেখা থানায় মামলা হয়। মামলার পর আসামি শিপন আত্মগোপনে চলে যান।

এটিইউর সিনিয়র সহকারী পুলিশ সুপার আরও জানান, ২০০৪ সাল থেকে শিপন ৪ বছর সৌদি আরব এবং ২০১২ সালে ৭ মাস কাতারে অবস্থান করেন। দেশে ফিরে তিনি জাতীয় পরিচয়পত্রে নাম পরিবর্তন করে মানিকগঞ্জ ও ঢাকা জেলার বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। মামলার বিচার শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালত যাবজ্জীবন সাজা প্রদান করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এটিইউ জানায়, গ্রেপ্তার শিপন হত্যা মামলা হওয়ার পর ২০০২ সাল থেকে দীর্ঘ ২১ বছর ধরে পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
প্রতীকী ছবি