চীফ রিপোর্টার:
- ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার দুইজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
ডিএমপি হেডকোয়ার্টার্সের এক আদেশে ট্রাফিক উত্তরা-বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ কামরুজ্জামানকে ট্রাফিক-এ্যাডমিন এন্ড রিসার্চ বিভাগে ও একই বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহ আলমকে ডিবি-মিরপুর বিভাগের মিরপুর জোনাল টিম হিসেবে পদায়ন করা হয়েছে।
রবিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম(বার), পিপিএম স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ পদায়ন করা হয়।
সুত্র, DMP news
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল