১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ একদিনে প্রায় ১ কিলোমিটার খালের অবৈধ দখল উচ্ছেদ।।
২০, সেপ্টেম্বর, ২০২৩, ৯:২৬ অপরাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন. কম:

আজ খালের উচ্ছেদ কার্যক্রমে এক মাইলফলক রচিত হলো। মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটু মহোদয়ের নির্দেশনায় গোহাইলকান্দী খালের প্রায় ১ কিলোমিটার অবৈধ দখল উচ্ছেদ করা হলো। ভাঙা পড়লো প্রায় ২০ টি দোকান বাসা-বাড়িসহ অন্যান্য স্থাপনা।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সচিব মোঃ আরিফুর রহমান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ অভিযানের নেতৃত্ব দেয়। এসময় প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা মোঃ বুলবুল আহমেদ, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ মোহাব্বত আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, গত ০৫ জুলাই থেকে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর নিয়মিত পরিচালিত অভিযানে প্রায় ১১ কিলোমিটার খালের দখল উচ্ছেদ ও সংস্কার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে