জয়নাল আবেদীন : ময়মনসিংহ ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের ধলা উত্তরপাড়া গ্রামস্হ মুজিবর রহমানের টিনসেড বিল্ডিং রুমের ভিতর কৃত্রিমভাবে সৃষ্ট গুদাম থেকে সাত হাজার কেজি লবণ মজুদ পাওয়া যায়।
কৃত্রিম লবণ সংকটের জন্য অবৈধ ভাবে মজুদের অপরাধে জেলা ডিবি পুলিশ লবণসহ চার জনকে আটক করে। এসময় ঘটনায় জড়িত অবৈধ মজুতদার মো: পারভেজ ফকির, মো: ছালেক, মো: হৃদয় ইসলাম, মো: শাকিল ইসলাম কে গ্রেফতার করে। লবণের মালিক জামালপুর জেলার ইসলাপুর উপজেলা বানিয়াবাড়ীর আলতাফুর রহমান রানা পলাতক রয়েছে ।
বিপুল পরিমান লবণ মজুদ থাকা সংক্রান্ত কোন অনুমতিপত্র দেখাতে পারে নাই সংক্লিষ্ট মালিকগন।
ময়মনসিংহ জেলা ডিবি পুলিশের চৌকস ওসি তথ্য প্রতিদিনকে বলেন,” দেশে পর্যাপ্ত লবণ মজুদ রয়েছে।একটি অসাধু চক্র সরকারকে বেফায়দায় ফেলার জন্য ঘৃণ্য অপচেষ্টার অংশ হিসেবে এই ধরনের অবৈধ মজুদ।ময়মনসিংহ ডিবি পুলিশ লবণের মূল্যবৃদ্ধির গুজব ঠেকাতে সদা সক্রিয় রয়েছে।