তথ্য প্রতিদিন. কম:
ময়মনসিংহ জেলার ওসি ডিবি মোঃ ফারুক হোসেন এর দিক-নির্দেশনায় এসআই(নিঃ) সুমন চন্দ্র সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন ভরাডোবা পুরাতন বাসষ্ট্যান্ড সংলগ্ন মোঃ সাফায়েত হোসেন (৫২) এর চায়ের দোকানের দক্ষিণ পাশে ঢাকা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পূর্বপাশে ফাঁকা জায়গায় হইতে ২০ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ ২১.১০ ঘটিকায় ০১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ হুমায়ুন কবির (৩৪), পিতা-মোঃ জয়নাল আবেদীন, মাতা-মোছাঃ মাজেদা খাতুন, সাং-ভরাডোবা পুরোরা নারাঙ্গীপাড়া, থানা-ভালুকা, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ০১টি মাদক মামলা রয়েছে।
উদ্ধারকৃত ০১ কেজি গাঁজা এর বিষয়ে গ্রেফতারকৃত ০১ জন আসামীর বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল