স্টাফ রিপোর্টার।। আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন ২০২৩ কে সামনে রেখে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের আয়োজনে ৩০ সেপ্টেম্বর শনিবার বিকেলে থানা কম্পাউন্ডে ময়মনসিংহ জেলা ও মহানগর পূজা
[caption id="attachment_49061" align="alignnone" width="300"] Exif_JPEG_420[/caption]
উদযাপন কমিটির সকল নেতৃবৃন্দের সমন্বয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নিয়ন্ত্রণ রাখতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এবং ময়মনসিংহ মহানগর ও কোতোয়ালী থানা এলাকায় ১২১ টি পূজা মন্ডপে পূজা উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।
কোতোয়ালী মডেল থানার স্বনামধন্য মানবিক ওসি মোঃ শাহ কামাল আকন্দের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ পুলিশের সদর সার্কেল শাহীনুল ইসলাম ফকির , বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগরীর ৮ নং ওয়াডের কাউন্সিলর মোঃ ফারুক হোসেন, কোতোয়ালী থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু শংকর সাহা, সাধারণ সম্পাদক শ্রী পবিত্র রঞ্জন রায়, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রীষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি এডঃ প্রশান্ত দাস চন্দন , ময়মনসিংহ মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি এডঃ তপন দে, সাধারণ সম্পাদক উত্তম চক্রবতী রকেট, এ ছাড়া আরও বক্তব্য রাখেন সুজিত বর্মন , এডঃ বিকাশ রায়, এডঃ পীযুষ কান্তি সরকার , এডঃ রাখাল সরকার প্রমুখ নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থাপনা করেন এস আই শাম্মী আক্তার
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল