১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা উত্তরা পাসপোর্ট অফিসে দুদক এনফোর্সমেন্ট ইউনিটের অভিযান।।
৫, অক্টোবর, ২০২৩, ১২:১৫ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টার:

– দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে ০৫টি অভিযোগের বিষয়ে (০২টি অভিযান ও ০৩টি দপ্তরে পত্র প্রেরণ) পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

 

আঞ্চলিক পাসপোর্ট অফিস, উত্তরা, ঢাকা এর কর্মকর্তাদের বিরুদ্ধে পাসপোর্ট সেবা প্রদানের বিভিন্ন অভিযোগে, দুদক, প্রধান কার্যালয়,ঢাকা থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান ৫ অক্টোবর ২০২৩ খ্রি. পরিচালনা করা হয়। অভিযানকালে টিম পাসপোর্ট কার্যালয়ের আশেপাশে দালালদের উপস্থিতি পায়। গ্রাহকদের সাথে তাদের কথোপকথন রেকর্ড করা হয়। পরে টিম উক্ত কার্যালয়ের উপপরিচালক কে সাথে নিয়ে পাসপোর্ট বিতরণ, এনরোলমেন্ট গ্রহণ ও আবেদন গ্রহণ ডেক্স পরিদর্শন করে। টিম দালালদের দৌরাত্ম ও বাইরের দোকানের সাথে যেন তার দপ্তরের কোন কর্মচারীর যোগসাজশ গড়ে উঠা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য পরামর্শ প্রদান করে।

অপর এক অভিযানে
মেয়র, শিবগঞ্জ পৌরসভা, বগুড়া এর বিরুদ্ধে ভুয়া প্রকল্প দেখিয়ে বরাদ্দকৃত অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, বগুড়া থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে টিম দৈবচয়ন পদ্ধতিতে কয়েকটি প্রকল্প পরিদর্শন করে। পরিদর্শনকালে টিমের নিকট প্রকল্পসমূহে অনিয়ম পরিলক্ষিত হয়। টিম প্রকল্প সংশ্লিষ্ট কিছু রেকর্ডপত্র সংগ্রহ করেছে। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক টিম বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করবে।