চীফ রিপোর্টার:
- একজন সৃজনশীল আর ব্যতিক্রমী কর্মদ্যোগের মানুষ হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার) এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলেন।
যিনি আজ নতুন ইতিহাস সৃষ্টি করলেন, রাজারবাগ পুলিশ লাইন ৬ নং মেসে ফোর্সের সঙ্গে একই টেবিলে দুপুরের খাবার খেলেন, যা পূর্বে কখনো দেখা যায়নি।
ডিএমপি কমিশনার শুক্রবার রাজারবাগ কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে ফোর্সের রান্নাঘর ও মেসসমূহ সরেজমিনে পরিদর্শন করেন। ডিএমপি কমিশনার নিজেই ফোর্সের সাথে বসে খাবার খেয়ে খাবারের মান যাচাই করেন। তিনি ফোর্সের খাবারের মান উন্নয়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।
ডিএমপি কমিশনারের এমন উদ্যোগ্যের জন্য ফোর্সরা কমিশনারকে সাধুবাদ জানান।
এ সময় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগ) আর এম ফয়জুর রহমান পিপিএম-সেবা সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সুত্র, DMP news
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল