১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ময়মনসিংহের ডিবির অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার
১০, অক্টোবর, ২০২৩, ৯:৫৬ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

মারুফ হোসেন কমল:

ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা এবং গাঁজা সেবনের সরঞ্জামাদী উদ্ধার করা হয়। সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
ডিবির ওসি ফারুক হোসেন জানান, মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে রবিবার রাতে
এসআই শাহ মিনহাজ উদ্দিন এবং এসআই রেজাউল আমীন বর্ষন সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ভালুকা থানারোড হতে বোর্ড বাজার গামী আশকা এলাকা থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ আশিক পাঠান, মোঃ বাপ্পি জমাদ্দারকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত বলে পুলিশ জানায়। এছাড়া এসআই সুমন চন্দ্র সরকার, এসআই আলমগীর কবির সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে নীমতলা থেকে আধা কেজি গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জামাদী সহ ফারুক হোসেন, মোঃ শহিদুল ইসলাম, মোঃ মোজাফ্ফর হোসেন ও মোঃ আব্দুল হেকিমকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ ফারুক হোসেনের বিরুদ্ধে ৬ টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। সোমবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।