১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ঢাকা ডিএমপির সিটিটিসি কার্যালয় পরিদর্শন করলেন নবনিযুক্ত কমিশনার হাবিবুর রহমান।।
১০, অক্টোবর, ২০২৩, ৬:২৩ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টার:

 

– ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিশেষায়িত ইউনিট কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) কার্যালয় পরিদর্শন করেছেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার।

সোমবার বেলা ১১:০০ টায় ৩৬ মিন্টো রোডে অবস্থিত ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র সিটিটিসি কার্যালয় পরিদর্শন করেন তিনি।

বিশেষায়িত এই ইউনিটের ডগ স্কোয়াড (K-9), সোয়াট, বোম্ব ডিসপোজাল টিম, সাইবার ক্রাইম বিভাগসহ বিভিন্ন অপারেশনাল সামগ্রী পরিদর্শণ করেন ডিএমপি কমিশনার।

এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোঃ আসাদুজ্জামান বিপিএম-বার; অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম (বার), পিপিএম (বার) সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

সুত্র, DMP