মারুফ হোসেন কমল ॥
বৃহত্তর ময়মনসিংহ বিভাগের শম্ভুগঞ্জ, লালকুঠি পাক দরবার শরীফে” পবিত্র ৩০শে আশ্বিন” তথা খাজা বাবা শাহ্ শম্ভুগঞ্জী (রাঃ) সাহেবের ২৮ তম ফাতেহা শরীফের সকল প্রস্তুতি সুসম্পন্ন হয়েছে।
আসছে ৩০ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ২৯ রবিউল আউয়াল ১৪৪৫হি: ১৫ অক্টোবর ২০২৩ইং রোজ রবিবার উক্ত ফাতেহা শরীফ অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে শুক্রবার পবিত্র জুমআর নামাজান্তে উপমহাদেশের সুফি দার্শনিক প্রখ্যাত ওলী আল্লাহ মুর্শিদে মুকাম্মেল হযরতুল আল্লামা শাহ্ সুফী খাজা ছাইফুদ্দিন নকশবন্দী মুজাদ্দেদী চিশতী আল ক্বাদেরী শম্ভুগঞ্জী
এনায়েতপুরী (রাঃ) সাহেবের মাজার শরীফ জিয়ারতের পর মুজাদ্দেদিয়া তরিকত মিশনের ঝান্ডা মোবারক উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ঝান্ডা মোবারক উত্তোলন করেন লালকুঠি দরবার শরীফের হযরত পীরে কেবলা আব্বাজানের আওলাদগনের পক্ষে নৈকট্যধন্য আলোকপ্রাপ্ত সাজ্জাদায়ে খাজেগান গদ্দিনিশিনপীর পীরজাদা খাজা মুহাম্মদ সুজা উদদৌলা নকশবন্দি মুজাদ্দেদী,
বৃক্ষ প্রেমি
পীরজাদা খাজা মুহাম্মদ আলাউল হক অলি নকশবন্দি মুজাদ্দেদী সাহেব, দৌহিত ইঞ্জিনিয়ার কে.এম.সামসুদ্দোা জুনায়েত অল মুজ্জাদ্দেদী, এতে অসংখ্য আশেকান, জাকেরান,ভক্ত, মুরিদান অংশগ্রহণ করে “আল্লাহু আকবার” তাকবীর ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তোলে। অতঃপর কুরআন তিলাওয়াত, মিলাদ মাহ্ফিল এবং তিন দিনব্যাপী ওয়াজ নছীহতের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সেলক্ষ্যে দরবার শরীফে আগন্তুক মেহমানদের জন্য খানাপিনার আয়োজনসহ নিরবচ্ছিন্ন নিরাপত্তা ও সেবা নিশ্চিত করা হয়েছে। ইতোমধ্যে বাংলা আসামের হাজার হাজার ভক্ত- আশেকান জমায়েত হতে শুরু করেছে। উল্লেখ্য, আনুষ্ঠানিক কার্যক্রমের মুল হিসেবে সত্য তরিকা অনুযায়ী সালাতে ফজর ও সালাতে মাগরিবের পর ফাতিহা শরীফ পাঠ ও সালাতে জোহর, সালাতে মাগরিব ও এশার পর নফল নামায পাঠ করে ইন্তেকাল প্রাপ্ত জামে আম্বিয়া, জামে আউলিয়া, শহীদান, ছালেহীন, জাকেরান ও মুমীন মুসলমানগনের আরওয়াহ পাকের হুজুরে ছোওয়াব রেছানী করা হবে এবং পাশাপাশি বাংলাদেশ ও সারা বিশ্বের মুমেন মুসলমান, আপামর জাতির কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত করা হবে। একইভাবে ৩০শে আশ্বিন রোজ রবিবার সকালে আখেরী মুনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হবে।