২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ শেরপুর নকলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা, উপজেলা পরিষদের আয়োজনে প্রীতি ভোজ।
২১, নভেম্বর, ২০১৯, ৭:৩৭ অপরাহ্ণ -

শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নকলায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে, উপজেলা পরিষদের আয়োজনে প্রীতি ভোজের আয়োজন করা হয়। ২১ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন ও ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন শাহ, নকলা-নালিতাবাড়ি ট্রাফিক জোনের টিআই শাহাব উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মো. মজিবর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও সমাজসেবা বিষয়ক সম্পাদক সরকারি হাজী জালমামুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আলতাব আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুর রশিদ, বিএডিসি হিমাগার উপপরিচালক (টিসি) কৃষিবিদ মো. রফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ তৌফিকুল ইসলাম, সমাজসেবা অফিসার আলমগীর হোসেন, তথ্য সেবা সহকারী (দায়িত্বপ্রাপ্ত তথ্য অফিসার) আজেন্না মাহবুব, বিআরডিবি অফিসার মো. মোশারফ হোসেন, আনসার ভিডিবি অফিসার মো. শরীফ হোসেন, গনপদ্দী ইউপির চেয়ারম্যান মো. শামছুর রহমান আবুল, নকলা ইউপির চেয়ারম্যান আনিসুর রহমান সুজা, উরফা ইউপির চেয়ারম্যান রেজাউল হক হীরা, গৌড়দ্বার ইউপির চেয়ারম্যান শওকত হোসেন খাঁন মুকুল, বানেশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত, পাঠাকাটা ইউপির চেয়ারম্যান মুহাম্মদ ফয়েজ মিল্লাত, অষ্টধর ইউপির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী, চন্দ্রকোনা ইউনিয়নের চেয়ারম্যান সাজু সাঈদ সিদ্দিকীসহ আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বিভিন্ন ইউপির চেয়ারম্যানরা নিজ নিজ ইউনিয়নের জনসেবায় ও বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ ও সহযোগিতা চেয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তাছাড়া উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগন তাদের দাপ্তরিক কাজের অগ্রগতি ও সমস্যা সমাধান বিষয়ক অবহিত করন বক্তব্যে সকলের সহযোগিতা কমনা করেন তারা।

পরে উপজেলা পরিষদের নতুন কমপ্লেক্স ভবনে বিভিন্ন দপ্তরের অফিস স্থানান্তর উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে দুপুরে এক প্রীতি ভোজের আয়োজন করা হয়। এ ভোজে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা, উপজেলার ৯ টি ইউনিয়নের চেয়ারম্যানগন, স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবীরা অংশ গ্রহণ করেন।