ষ্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহ সদরের ১১নং ঘাগড়া ইউনিয়নে ২০১৯-২০অর্থ বছরের অতিদরিদ্রদের জন্য সরকারের বরাদ্ধকৃত ৪০দিনের কর্মসৃজন কর্মসুচীর আওতায় শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে।
ইউনিয়নের প্রকৃত দুঃস্থ ও দরিদ্রদের মাধ্যমে ইউনিয়নের জন্য ৬৬৬জন শ্রমিক নিয়োগ দিয়েছেন ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজান সরকার সাজু। গত ২১শে নভেম্বর ইউনিয়ন ৯টি ওয়ার্ডে বসবাসকারী হতদরিদ্রদের পরিষদ চত্তরে ডেকে এনে সুষ্ঠু-সুন্দর শৃঙ্খলাবদ্ধ পরিবেশে তাদের নিয়োগ দেওয়া হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা উপস্থিত থেকে প্রকৃত দরিদ্র ও বয়সে উপযুক্ত শ্রমিকদের বাছাই করে এই নিয়োগ দেন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিটন,ইউনিয়ন আওয়ামিলীগ নেতা হান্নান সরকার বাবুল,ইউপি সচিব মনিরা ইয়াসমিন, ইউপি সদস্য এমদাদুল হক,আল আমিন,শামছুন্নাহার প্রমুখ।
লটারির মাধ্যমে অস্বচ্ছ দরিদ্রদের কর্মসুচীর শ্রমিক নিয়োগের ফলে শ্রমিক নিয়োগে কারো মাঝে কোন দ্বিমত থাকার কোন কারণ নেই। চেয়ারম্যান এই উদ্যোগে স্থানীয় রাজনীতিবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনতার মাঝেও চেয়ারম্যানের ভূয়সী প্রশংসায় মেতে উঠেন।