মারুফ হোসেন কমল :
ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
ডিবির ওসি ফারুক হোসেন জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে দুর্গাপুজাকে সামনে রেখে মাদক,চুরি ছিনতাইরোধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে ডিবি পুলিশ।
এট মাঝে এসআই কমল সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে আকুয়া হাবুন ব্যাপারীর মোড় থেকে ৮০ টি নেশাজাতীয় ইনজেকশন মাদক ব্যবসায়ী মোঃ জনি মিয়া ওরফে রনি এবং সআই মৃত্যুঞ্জয় পন্ডিত মিঠুন সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে রঘুনাথপুর বাজার থেকে আধাকেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ মোফাজ্জল হোসেনক গ্রেফতার করে। এসআই কমল সরকার ভালুকার চাপড়বাড়ী ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে ৫ বোতল বিদেশী মদ সহ মাদক ব্যবসায়ী মোঃ নবী হোসেনকে গ্রেফতার করে। অপর অভিযানে ৩টি চোরাই মোবাইল ও একটি স্বর্ণের চেইনসহ আরো দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এসআই শ্রী রূপন কুমার সরকার, এসআই কমল সরকার ও সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান জে সি গুহ রোড রেলওয়ে ষ্টেশনের পাশ থেকে তিনটি চোরাই মোবাইল ফোন ও ১টি স্বর্ণের চেইনসহ চোর দলের সদস্য হাজেরা বেগম, শিল্পী আক্তার ওরফে নাজমাকে গ্রেফতার করে।
এছাড়া তিনটি চোরাই মটর ও ৫টি কাটআউটসহ এক চিহ্নিত চোরকে গ্রেফতার করা হয়। এসআই মোঃ সোহরাব আলী নগরীর মহারাজা রোড থেকে চোর দলের এই সক্রিয় সদস্য মোঃ সাইদুর রহমানকে গ্রেফতার করে। এ সব ঘটনায় পৃথক মামলা হয়েছে। তাদেরকে বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে পুলিশ।
তথ্য প্রতিদিন. কম: