মারুফ হোসেন কমল:
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, প্রতিটি শিশুর সুস্থ বিকাশে গুরুত্ব দিতে হবে। এজন্য শিশুর শিক্ষা দানের পাশাপাশি শিশুর মানসিক বিকাশেও গুরুত্ব দিতে হবে। খেলাধুলা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা ইত্যাদি আয়োজনে মধ্য দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে এই ভূমিকা রাখতে হবে।
আজ দুপুরে ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে রেডিয়্যান্ট ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, ময়মনসিংহ এর কো-কারিকুলার এক্টিভিটি প্রেজেন্টেশন-২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মেয়র।
মেয়র আরও বলেন, শিক্ষার্থীদের শুধু শিক্ষিত করলেই হবে না, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। তাদের মাঝে যেন দেশ, সমাজ ও পরিবারের প্রতি দায়িত্ব পালনের মানসিকতা তৈরি হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
এ অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।