তথ্য প্রতিদিন. কম:
= সরকারি ১ হাজার ৫শ ৫৭ কোটি ৪২ লাখ ১৩ হাজার টাকা ব্যয় বরাদ্দে দেশের ৪৪ টি জেলার ২শ ৫৩ টি উপজেলায় বন্যা প্রবন ও নদী ভাঙ্গন এলাকায় বন্যা আশ্রয় কেন্দ্র নির্মান ( ৩ য় পর্যায়) শীর্ষক প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
গত ২০১৮ ইং সালের জানুয়ারি হতে আগামী ২০২৫ ইং সালের জুন পর্যন্ত মেয়াদি এই প্রকল্পের ৭৪.৮০% কাজ চলতি ২০২৩ ইং সালের সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন হয়েছে।
প্রকল্পের ক্রমপুঞ্জিতভুত ব্যয় ৯ শ ৮০ কোটি ৭৬ লাখ ২১ হাজার টাকা। যার আর্থিক অগ্রগতি ৬২.৯৭%।
চলতি ২০২৩- ২৪ অর্থ বছরে প্রকল্পটির জন্য বার্যিক উন্নয়ন কর্মসুচীতে ২৫০ কোটি টাকা বরাদ্দের বিপরীতে এ পর্যন্ত ১৫ কোটি ২৯ লাখ ১৬ হাজার টাকা ব্যয় হয়েছে। প্রকল্পের শূরু হতে এ পর্যন্ত অর্থ বরাদ্দ পাওয়া গেছে প্রকল্প ব্যয়ের ৬৫.২১% দুর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তরের প্রকল্প দপ্তর সুত্রে আরো জানা যায় প্রস্তাবিত মোট ৪ শ ৪৮ টি বন্যা আশ্রয় কেন্দ্রের মধ্যে ৩শ ৭৪ টি প্রকল্প কাজের চুক্তিপত্র সম্পাদন হয়। যার মধ্যে ২শ ২০ টি প্রকল্পের কাজ শেষ এবং হস্তান্তর করা হয়। বাকী ১৫৪ টি প্রকল্পের কাজ এখনো চলমান। সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পন্ন ২শ ২০ টি প্রকল্পের মধ্যে ৩০ টি ২০২১ ইং সালের ২৩ মে এবং ৮০ টি ২০২২ ইং সালের ১৩ অক্টোবর ভার্চুয়ালি উদ্বোধন করেছেন।
অপর ১শ ১০ টি উদ্বোধনের জন্য প্রস্তুত করা হয়েছে।
উল্লেখ্য, প্রতিটি প্রকল্প ৩ তলা ফাউন্ডেশনে ৩ তলা ভবন, যার নীচ তলায় প্রতিবন্ধী ও বয়স্কদের জন্য ২ টি কক্ষ ও ২ টি বাথরুম, দ্বিতীয় তলায় নারী ও শিশুদের জন্য ৪ টি কক্ষ ও ৬ টি বাথরুম, তৃতীয় তলায় পুরুষদের জন্য ৪ টি কক্ষ ও ৫ টি বাথরুম। ব্যবস্হাপনা কক্ষ ২ টি, মেডিকেল ইমারজেন্সী কক্ষ ১ টি, স্টোর রুম ২ টি, রান্নাঘর ১ টি।
এছাড়াও রয়েছে সোলার সিস্টেম ২০০০ ওয়াট কেন্দ্র ১ টি, ডিপ টিউবওয়েল ১ টি। প্রতিটি কেন্দ্রে দুর্যোগ আক্রান্ত ৪ শ মানুষ এবং ১শ গবাদি পশু আশ্রয় নিতে পারবে।