ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলা মঠবাড়ী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা, জনবান্ধব ইউপি চেয়ারম্যান আব্দুল কদ্দুস মন্ডল বৃহস্পতিবার সকালে ত্রিশাল টু পোড়াবাড়ী রোডসহ ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন মুলক কাজ পরিদর্শন করেছেন। তার মেধায় ও শ্রমে ইউনিয়নের রাজস্ব, এলজিইডি, এডিবিসহ বিভিন্ন সরকারী দপ্তরের বরাদ্ধকৃত অর্থায়নে বিভিন্ন উন্নয়ন মুলক কাজ এগিয়ে চলছে। আগামী অর্থবছরের কাজ বরাদ্ধ হওয়ার পুর্বেই উন্নয়ন মুলক কাজ গুলো সম্পুর্ন হবে জানা গেছে, উন্নয়ন কাজ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও ইউপি সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তবর্গরা।
উন্নয়ন কাজ পরিদর্শন কালে ইউপি চেয়ারম্যান আব্দুল কদ্দুস মন্ডল বলেন- মঠবাড়ী ইউনিয়নের দৃশ্যমান উন্নয়ন কাজ সম্পন্ন করতে স্থানীয় সাংসদ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান দুই জনই রাতদিন পরিশ্রম করছেন । যার সুফল জনগণ পাচ্ছে, এর ধারাবাহিকতায় মঠবাড়ী ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন মুলক কাজ এগিয়ে চলছে উন্নয়নের মানসকন্য দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে।
তিনি বলেন-আমি আওয়ামীলীগের একজন কর্মী হিসাবে জনগণের ভোটে ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে অএ ইউনিয়নে নির্বাচিত হয়েছিলাম বলেই ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়ন মুলক কাজ এগিয়ে চলছে। এই উন্নয়ন কাজের সুফল জনগণ পাবে। একাজ গুলো সমাপ্ত করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি। আশা করছি আগামী বছরের মধ্যে ইউনিয়নের অসমাপ্ত কাজ সমাপ্ত করে মঠবাড়ী কে একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসাবে ঘোষণা দিতে পারবো বলে আমি আশাবাদী। তিনি এলাকার উন্নয়নে সকলকে ঐকবদ্ধ হয়ে কাজ করাসহ সহযোগীতায় এগিয়ে আসার আহবান জানান।