চীফ রিপোর্টার:
- রাজধানীর কাজলা এলাকায় অভিযান পরিচালনা করে ২ হাজার ৬০০ পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা-উত্তরা বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- মো: শফিকুল ইসলাম ইমরান, মোসা: ফেরদৌসী আক্তার, মোসা: এমিলি আক্তার আখি মনি ও মোসা: আসমানী। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে মাদক কারবারে ব্যবহৃত ৩ টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা-উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মোঃ ইমরান হোসেন মোল্লা ডিএমপি নিউজকে জানান, বৃহস্পতিবার ঢাকা মহানগর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালীন তথ্য আসে একটি সংঘবদ্ধ মাদকচক্র কক্সবাজার জেলা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ক্রয়-বিক্রয়ের জন্য যাত্রাবাড়ীর কাজলা ব্রিজ এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ সেখানে অভিযান চালায় ডিবির টিম।অভিযানের এক পর্যায়ে সন্ধ্যা সাড়ে ছয়টায় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদেরকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশ এ কর্মকর্তা।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল