৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ বিনোদন সম্মাননা পাচ্ছেন খুরশীদ আলম
২১, নভেম্বর, ২০১৯, ১০:২২ অপরাহ্ণ -

বিনোদন তথ্যপ্রতিদিন

সম্মাননা পাচ্ছেন খুরশীদ আলম
সঙ্গীতে অসামান্য অবদানের জন্য এ বছর গুণীজন সম্মাননা প্রদান করা হচ্ছে দেশের গুণী সঙ্গীতশিল্পী খুরশীদ আলমকে। সিটি ব্যাংক সূত্র এমনটাই নিশ্চিত করেছে। ২০০৪ সালে নীলুফার ইয়াসমীনকে সম্মাননা প্রদানের মধ্য দিয়ে ‘গানে গানে গুণীজন সংবর্ধনা’ অনুষ্ঠান প্রবর্তিত হয়। ইতোমধ্যে এ সম্মাননা জানানো হয় ফিরোজা বেগম, সনজীদা খাতুন, সোহরাব হোসেন, ফেরদৌসী রহমান, ফরিদা পারভীন, আলাউদ্দিন আলী, সাবিনা ইয়াসমীন, রুনা লায়লা, ফেরদৌস ওয়াহিদ প্রমুখ গুণী ব্যক্তিদের। ২২ নভেম্বর সন্ধ্যায় ঢাকায় একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এই শিল্পীর হাতে সম্মাননা তুলে দেয়া হবে। খুরশীদ আলম বলেন, সম্মাননা বরাবরই আনন্দের। আমারও সে রকম অনুভূতি হচ্ছে। আর সম্মাননা কাজের গতিও কয়েকগুণ বাড়িয়ে দেয়।