তথ্য প্রতিদিন. কম:
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামীসহ ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখা সহ চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধ এবং আদালতের পরোয়ানা ভুক্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে কোতোয়ালি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ২২ জনকে গ্রেফতার করা হয়।
এর মাঝে ইন্সপেক্টর ওয়াজেদ আলীর নেতৃত্বে একটি টীম
নতুন বাজার এলাকা থেকে বিস্ফোরক মামলার ঘটনার সাথে জড়িত এজাহারনামীয় এবং তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামী তানভীর আহম্মেদ রবিন, মাহবুবুর রহমান রানা, মাহবুব হোসেন, সোহেল, সৌরভ বিশ্বাস, অনন্ত সরকারকে গ্রেফতার করে। এসআই কামরুল হাসানের নেতৃত্বে পাটগুদাম এলাকা থেকে ডাকাতি প্রস্তুতি মামলার সন্দিগ্ধ আসামী আমিনুল ইসলাম,
এসআই আলী আকবরের নেতৃত্বে মাসকান্দা এলাকা অন্যান্য মামলার আসামী সানি, এসআই দিদার আলমের নেতৃত্বে দিঘারকান্দা এলাকা থেকে বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামী হারুনকে ৩ শত গ্রাম গাঁজা সহ, এসআই টিটু সরকারের নেতৃত্বে একটি টীম কাচারিঘাট থেকে জনসাধারনের চলাচলে বিঘ্ন সৃষ্টির অপরাধে আসামী বুলবুল আহাম্মেদ, মোঃ মাসুদ, মোঃ পংকে, মিন্টু মিয়া, মোঃ নাঈম ও রায়হান ওরফে পিয়াসকে গ্রেফতার করে।
এসআই আরিফুল ইসলামের নেতৃত্বে চর হাসাদিয়া এলাকা হতে জুয়া খেলারত অবস্থায় মোঃ মোজাম্মেল হক, মোঃ আল আমিন, আজাহারুর ইসলাম, মোঃ নয়ন মিয়া, আব্দুস সাত্তারকে গ্রেফতার করে।
এছাড়া এসআই কামরুল ইসলাম সাজা পরোয়ানাভুক্ত আসামী মোঃ শেখ ফরিদকে গ্রেফতার করে। তাদেরকে বুধবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল